1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনার মহান উদ্দেশ্যে কাজ করছে– সালমা আক্তার  মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য, কিশোর গ্যাংয়ের উত্থান ও অপরাধ বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রধান করেন : মো. নাজমুল হাসান বাবু    শহীদনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু  সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। ডেঙ্গু প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ হই ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি : মাসুদুজ্জামান মাসুদ  জনপ্রতিনিধি নন কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগে রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাথে ছিলেন তাদের সহধর্মী রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বৃষ্টিতে ভিজে সোনারগাঁয়ে পূজা মণ্ডপ পরিদর্শন সহ আনন্দ উৎসবের অংশীদার হলেন ডিসি-এসপি, কুমারী পূজায় আবু জাফর আহমেদ বাবুল’র পক্ষ থেকে বিশুদ্ধ পানি বিতরণ 

বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তম, পিএসসি এর মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক 

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জ কথা ডট কম : বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তম, পিএসসি এর মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক প্রকাশ

ঢাকা ২৬ জানুয়ারী ২০২৫ (রবিবার): আজ ২৬ জানুয়ারী ২০২৫, বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তম, পিএসসি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল ৮ টা ৪৫ মিনিটে সিএমএইচ ঢাকায় মৃত্যুবরণ করেন।

তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ০২ জানুয়ারী ২০২৫ তারিখ হতে সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ সেপ্টেম্বর ১৯৩৪ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ১৯৫৫ সালে ১২তম পিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পাঞ্জাব রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অধীনস্ত ‘এস ফোর্স’ মুক্তিযুদ্ধে বাংলাদেশ বাহিনীর তিনটি নিয়মিত ব্রিগেডের একটি ব্রিগেড হিসেবে বেশকিছু গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে। তন্মধ্যে, বিলোনিয়ার ১ম যুদ্ধ ও ২য় বা চূড়ান্ত যুদ্ধ, আখাউড়ার যুদ্ধ, কিশোরগঞ্জ সদর আক্রমণ, নরসিংদী দখলের যুদ্ধ এবং ভৈরব-আশুগঞ্জের যুদ্ধ উল্লেখযোগ্য। তিনি ৭ এপ্রিল ১৯৭২ হতে ২৪ আগস্ট ১৯৭৫ পর্যন্ত বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুম মেজর জেনারেল কে এম সফিউল্লাহ এর নামাজে জানাযা আজ বিকেল ৪ টায় ঢাকা সেনানিবাস সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় মাননীয় উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অবঃ), মাননীয় উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারুক-ই-আজম, বীর প্রতীক, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, প্রাক্তন সেনাবাহিনী প্রধানগণ, ঢাকা ও মিরপুর সেনানিবাসের সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের মৃতদেহ বনানী সামরিক কবরস্থানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট