1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনার মহান উদ্দেশ্যে কাজ করছে– সালমা আক্তার  মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য, কিশোর গ্যাংয়ের উত্থান ও অপরাধ বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রধান করেন : মো. নাজমুল হাসান বাবু    শহীদনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু  সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। ডেঙ্গু প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ হই ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি : মাসুদুজ্জামান মাসুদ  জনপ্রতিনিধি নন কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগে রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাথে ছিলেন তাদের সহধর্মী রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বৃষ্টিতে ভিজে সোনারগাঁয়ে পূজা মণ্ডপ পরিদর্শন সহ আনন্দ উৎসবের অংশীদার হলেন ডিসি-এসপি, কুমারী পূজায় আবু জাফর আহমেদ বাবুল’র পক্ষ থেকে বিশুদ্ধ পানি বিতরণ 

নারায়ণগঞ্জে গরু ছাগলের গোস্তের দাম আবারো বাড়ানো হলো কোনো : জেলা প্রশাসক হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

রাজু খন্দকার : নারায়ণগঞ্জ মহানগরীর দ্বিগুবাবুর বাজারে গরু ও ছাগলের গোস্তের দাম বাড়ানো হয়েছে। দ্বিগুবাবুর বাজারের কসাইয়েরা কোন কারন ছাড়াই ৭৫০ টাকার গুরুর গোস্ত এখন ৭ ৮০ টাকা নির্ধারণ করেছে।আর খাসীর গোস্তের দাম ১১শ থেকে বাড়িয়ে সাড়ে ১১/১২ শ এবং বকরীর গোস্ত নয়শ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করেছে।

বুধবার ২৯ (জানুয়ারী ২০২৫) ক্রেতা সাধারন গিয়ে দাম বাড়ানোর মতো জুলুমে অসহায়ত্ব প্রকাশ করেছেন।ক্রেতারা জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছে।

বাজারে বছরাধিকাল আগে গরুর গোস্ত সাতশ টাকা কেজি দরে বিক্রি হতো।প্রায় সমসাময়িক সপ্তাহে খাসীর গোস্তের দাম ১১ শ টাকা, বকরীর গোস্তের দাম নয়শ টাকা ছিলো।গত বছরের শবে বরাতের আগে প্রতি কেজি গরুর গোস্তে ৫০ টাকা বাড়ানো হয়। এক কেজি গরুর গোস্তের দাম সাতশ ৫০ টাকা করা হয়।খাসীর গোস্ত ১১ শ টাকা ও বকরীর গোস্ত নয়শ টাকা করা হয়। নগরীর মুসলমান এক বছর ওই দামে গোস্ত কিনতে বাধ্য হয়।কোন কোন দোকানে গরুর গোস্ত সাতশ ২০ অথবা সাতশ ৩০ টাকা কেজিও বিক্রি হতো।আর খাসীর গোস্ত এক হাজার ৫০ টাকাও বিক্রি হয়েছে।

এদিকে বাজারে চলতি বছরের শবে বরাতের আগেই গরুর গোস্তের দাম আবার বাড়ানো হয়।বাজারের দোকানগুলোতে বুধবার সকালে হটাৎ সাতশ ৫০ টাকার পরিবর্তে এক কেজি গরুর গোস্তের দাম সাতশ ৮০ টাকার নির্ধারন করে ।খাসী বা বকরীর গোস্তের দাম বাড়ানো হলেও কোন দামের তালিকা ঝুলানো হয়নি।

নগরীর একটি স্কুলের শিক্ষক গোলাম মোস্তফা শাহীন বুধবার গরুর গোস্ত কিনতে গিয়ে কেজিতে ৩০ টাকা বেশি দাবীর শিকার হয়। তিনি বলেন, গরুর গোস্তের দাম কেজিতে ৩০ টাকা করে বাড়ানো হয়েছে। কসাইদের নিকট আমার মতো শত শত ক্রেতা অসহায় হয়ে গেছি। প্রতি কেজিতে ৩০ টাকা বেশি দিতে বাধ্য হলাম।এটা সরাসরি জুলুম।তার মতে,সকল কিংবা নিয়মিত ক্রেতা দোকানের দামের তালিকা দেখে না।ক্রেতা গোস্ত সংগ্রহ শেষে দাম দেয়ার সময় কসাইয়ের সাথে বাদানুবাদের ঘটনা দেখেছি। গোস্তের দাম সাতশ ৫০ টাকার বেশি যেন নির্ধারন না করা হয়–সেই দাবী জানাচ্ছি।

নগরীর মানবিক সংগঠক এডভোকেট আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন,গোস্তের দোকানীরা ক্রেতাদের সাথে প্রায় প্রতি বছর জুলুম করে।গরু,খাসীর গোস্তের দাম কোন যুক্তিতে বাড়ানো হলো–তা স্পষ্ট নয়।কারন ছাড়া গরুর গোস্ত কেজিতে ৩০ টাকা,খাসী, বকরীরর গোস্ত কেজিতে একশ টাকা বাড়ানোয় মানুষ অসহায়ত্ববোধ করছে।এমন অন্যায় আচরন প্রতিরোধ করা দরকার। দোকানীরা কোন প্রশাসনের সাথে বৈঠক বা সিদ্ধান্ত নিয়ে গরুর গোস্ত কেজিতে ৩০ টাকা,খাসী,বকরীর গোস্ত একশ টাকা বাড়ালো–তা জানতে চাই।

এ বিষয়ে সুশীল সমাজ : জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের প্রশাসক বৃহস্পতিবারের মধ্যে আগের দাম নিশ্চিত করতে হস্তক্ষেপ করবেন বলে আশা করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট