বন্দর প্রতিনিধি : আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার ৩১ জানুয়ারি ২০২৫ইং বিকাল ৪টায়
ফতুল্লা থানার সস্তাপুর বাজার সংলগ্ন মাঠে এ যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক শাহজাহান ব্যাপারীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ার সাদাত টুটুল আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি’র যুগ্ম সাধারণ সম্পাদক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, সহকারী দফতর সম্পাদক মশিউর রহমান মিলু ও পল্টন থানার আহবায়ক আব্দুল কাদের মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন,আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি’র নারায়নগঞ্জ জেলার সংগঠক শরিফ হোসাইন, ফেরদৌসী আক্তার রেহানা ও আব্দুল লতিফ প্রামাণিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।