1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার বন্দরে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন ডিসি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’র শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ফতুল্লা থানা ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন  জুয়েল আরমান আহবায়ক ও সুমন আহম্মেদ সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন : মোহাম্মদ জসীম উদ্দিন জামিন পেয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমান সহ ১৬ জন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হানিফ সরদার এর নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি উদ্যোগে শহরের বর্ণাঢ্য র‍্যালী বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে না’গঞ্জে মাসুদুজ্জামানের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী

রূপগঞ্জে যেনো আর কখনো বহিরাগত সন্ত্রাসীরা এসে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে দিপু ভুইয়া – 

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে সমাবেশ করেছে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি। শনিবার ২২ ফেব্রুয়ারি বিকালে পূর্বাচলের ৪নম্বর সেক্টর উপজেলার শিমুলিয়া এলাকায় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক আলহাজ¦ বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক  আব্দুল মতিন, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি  মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন, বিএনপি নেতা নুরন্নবী, আব্দুল মজিদ সহ আরো অনেকে।

সমাবেশে প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই। ইতোমধ্যে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে, কিভাবে উন্নয়নের রোল মডেল হবে তার ৩১ দফা রাষ্ট্রকাঠামো ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তা জনগণের মাঝে পৌঁছে দেবো। জনগণের আস্থা পেতে কাজ করবো। প্রমাণ করতে হবে ধানের শীষ শান্তির প্রতীক। জনগণের নিরাপত্তা ও দেশের সমৃদ্ধি, প্রকৃত গণতন্ত্র আনতে ধানের শীষের বিকল্প নাই।

তিনি আরো বলেন, রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুরা এলাকায় শত শত কৃষকের জমি দখল করে বাউন্ডারী নির্মাণ করে সাবেক এমপি সন্ত্রাসীদের গডফাদার গাজী দখলে নিয়েছিল। তার ছেলে পাপ্পা গাজী সন্ত্রাসীদের মদদদাতা ছিল। এখন তারা কোথায়? কোথায় গেল তাদের দোসররা। সবগুলি এখন এলাকা ছাড়া, দেশ ছাড়া। আমরা ওইসব সন্ত্রাসীদের মতো হতে চাই না। জনগণের হারানো সম্পদ ফিরিয়ে দিতে কাজ করবো। রূপগঞ্জে যেনো আর কখনো বহিরাগত সন্ত্রাসীরা এসে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।

রূপগঞ্জের মাটিতে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই। দিপু ভুঁইয়া আরো বলেন, ১৩/এ ধারায় শেখ হাসিনা তার পরিবারের নামে, ফরিদপুরের ছাত্রলীগ সভাপতির নামে, তার সহযোগি সন্ত্রাসী, এমপি, মন্ত্রী ও আমলাদের নামে দেয়া হয়েছে পূর্বাচলে প্লট। পূর্বাচলের বাসিন্দা ১৭ শতাংশের বিপরীতে ৫ কাঠার প্লট দেয়ার কথা ছিল। কিন্তু ২০ বিঘা জমির মালিকও ৫ কাঠার প্লট পায়নি। ভাগ-বাটোয়ারা করে নিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলা-কামলারা। ওইসব সকল প্লট বাতিল করে ক্ষতিগ্রস্ত ও আদিবাসীদের নামে প্লট বরাদ্দের আহ্বান জানান।

এর আগে অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পরে বিকাল ৪টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট