বন্দর প্রতিনি : অজিত কোম্পানির সীমানায় কারেন্টের কাজের কারণে মাটি দিয়ে খালের মুখ বদ্ধ হয়ে যায়। এদিকে পাশের একটি বিল্ডিং এর দুর্গন্ধ পচা পানি দিয়ে রাস্তা তলিয়ে গেছে এতে ভোগান্তিতে ভুগছেন এলাকাবাসী।প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যাত্রী এই রাস্তা দিয়ে।
শনিবার (১৫ ই মার্চ ২০২৫) দুপুরে দেখা যায় নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জ থেকে মোরগাপাড়া চৌরাস্তা এ নবীগঞ্জ, কুশিয়ারা, মিনারবাড়ি, পদুঘর,পর্যন্ত রাস্তাটি বড় বড় গর্তে পরিনত হয়েছে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।
এ বিষয়ে পথচারী ও এলাকাবাসী বলেন, দীর্ঘদিন যাবত এই রাস্তায় জলাবদ্ধ হয়ে থাকার কারণে রাস্তাটা ভেঙে গেছে, দেখার মত কেহ নেই, আমরা প্রতিদিন কষ্ট করে এই রাস্তা ব্যবহার করে কাজ কর্মে চলা ফেরা করি, এখানে এর আগে অনেকবার এক্সিডেন্ট হয়েছে, প্রশাসন কোনো ভাবেই এই রাস্তার কাজ করছে না, আমাদের দেখার মতো কেউ নেই ।