1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার হাত শক্তিশালী হলে, তারেক রহমানের হাত শক্তিশালী হবে: মনির কাসেমী  গণপিটুনিতে নিহত রায়হানের ভাই ফয়সাল গং’দের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ খালেদা জিয়ার মৃত্যু সপ্তম দিনে কেন্দ্র ঘোষিত শোক শ্রদ্ধা জ্ঞাপন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়ার আয়োজন অসুস্থ সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচির খোঁজ নিতে বাসায় গেলেন জামায়াত নেতৃবৃন্দ আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল ইন্তেকাল করিয়াছেন ( ইন্না লিল্লাহি……রাজেউন) না.গঞ্জের সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি ওমরা থেকে ফিরে গুরুতর অসুস্থ দেশবাসী সকলের কাছে দোয়া কামনা নারায়ণগঞ্জের রাসেল গার্মেন্টেসে চলমান শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও প্রশাসনের সমন্বয়ে এক সভার আয়োজন করে বিকেএমইএ।  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদ আলীর উদ্যোগে কোরআন খতম ও দোয়া নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের নেতৃত্বে মহানগর বিএনপি’র উদ্যোগে শহরে প্রতিবাদ সভা ওমিছিল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এর উদ্যোগে দোয়া

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৩ (তিন) দিনব্যাপী ভূমি মেলা । এ মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২৫ মে ২০২৫) সকালে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ ৩ (তিন) দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়, তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “ডিজিটাল ভূমি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সকল সেবাপ্রার্থীদের প্রতি আহ্বান, কোনো দালালের সহায়তা না নিয়ে নিজেরাই সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহণ করুন।”

এ আয়োজনের মধ্য দিয়ে ভূমি সেবায় জনসচেতনতা ও জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) , মো: জাহিদ হাসান সিদ্দিকী।

“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় অনুষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে একটি গণশুনানির আয়োজন করা হয়, যেখানে সেবাপ্রার্থীদের অভিযোগ সরাসরি শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। সেবাপ্রার্থীদের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। এ ছাড়াও স্কুল শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এরপর বেলুন ও কবুতর উড়িয়ে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় বিভিন্ন স্টল পরিদর্শনের মাধ্যমে সেবাসমূহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট