1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আমার হাত শক্তিশালী হলে, তারেক রহমানের হাত শক্তিশালী হবে: মনির কাসেমী  গণপিটুনিতে নিহত রায়হানের ভাই ফয়সাল গং’দের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ খালেদা জিয়ার মৃত্যু সপ্তম দিনে কেন্দ্র ঘোষিত শোক শ্রদ্ধা জ্ঞাপন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়ার আয়োজন অসুস্থ সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচির খোঁজ নিতে বাসায় গেলেন জামায়াত নেতৃবৃন্দ আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল ইন্তেকাল করিয়াছেন ( ইন্না লিল্লাহি……রাজেউন) না.গঞ্জের সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি ওমরা থেকে ফিরে গুরুতর অসুস্থ দেশবাসী সকলের কাছে দোয়া কামনা নারায়ণগঞ্জের রাসেল গার্মেন্টেসে চলমান শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও প্রশাসনের সমন্বয়ে এক সভার আয়োজন করে বিকেএমইএ।  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদ আলীর উদ্যোগে কোরআন খতম ও দোয়া নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের নেতৃত্বে মহানগর বিএনপি’র উদ্যোগে শহরে প্রতিবাদ সভা ওমিছিল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এর উদ্যোগে দোয়া

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভ‚মিকা’শীর্ষক এক মতবিনিময় সভা

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভ‚মিকা’শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৩১ মে) সকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল
আবরার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন,সমাজের বৈষম্য দূর করতে চাইলে শিক্ষার মান উন্নয়নই সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, “আমরা সকলেই চাই শিক্ষার মান উন্নয়ন হোক। সমাজের বৈষম্য নিরসনে শিক্ষা সবচেয়ে সক্রিয় মাধ্যম। আমাদের দিক থেকে কোনো রকম অলসতা থাকবে না। আপনাদের কাছ থেকে আমরা শিখবো এবং শিক্ষানীতিতে অংশগ্রহণমূলক উদ্যোগ গ্রহণ করবো, যাতে সত্যিকারের উন্নয়ন সম্ভব হয়।

শিক্ষাকে কর্মদক্ষতা ও আত্মউন্নয়নের পথ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “শিক্ষা হতে হবে আর্থসামাজিক উন্নয়ন, বিজ্ঞানভিত্তিক উৎকর্ষতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সহায়ক। নোটবই ও কোচিং নির্ভরতার মূল কারণ হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। এখনই সময় আমাদের ভুল চিহ্নিত করার এবং তার সমাধান খোঁজার।”

তিনি আরও বলেন, “আমরা সস্তা জনপ্রিয়তার পেছনে না ছুটে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে একজন শিক্ষার্থী তার প্রকৃত অর্জনের ভিত্তিতেই ফলাফল পাবে। অতীতে তরুণ প্রজন্মকে নিয়ে অনেক বাড়াবাড়ি করা হয়েছে, এখন সময় এসেছে তাদের বাস্তবিক মূল্যায়নের।”

পূর্বের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে সমালোচনা করে তিনি বলেন, “আমরা এ প্লাস, গোল্ডেন জিপিএর সয়লাব করে দিয়েছি। কিন্তু ৯০ ভাগ শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করে, তাহলে সেই ফলাফলের প্রয়োজন কী?”

ড. আবরার আরও বলেন, “স্কুল-কলেজকে আরও আকর্ষণীয় করতে হবে যাতে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে শ্রেণিকক্ষে আসে। কারিগরি শিক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে এগুলোকে প্রকৃত জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত করতে হবে।”

প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।

মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনূর রশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় রাজনীতিবিদ ও শিক্ষক-ছাত্র প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট