1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার বন্দরে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন ডিসি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’র শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ফতুল্লা থানা ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন  জুয়েল আরমান আহবায়ক ও সুমন আহম্মেদ সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন : মোহাম্মদ জসীম উদ্দিন জামিন পেয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমান সহ ১৬ জন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হানিফ সরদার এর নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি উদ্যোগে শহরের বর্ণাঢ্য র‍্যালী বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে না’গঞ্জে মাসুদুজ্জামানের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, নারায়ণগঞ্জে জাসাস’র মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জ কথা ডট কম : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, কুরুচিপূর্ণ ও কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মহানগর শাখা।

শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে চাষাঢ়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস কøাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে মহানগরের অন্তর্গত সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি। বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বেলাল হোসেন।

প্রধান অতিথি আনিসুল ইসলাম সানি তার বক্তব্যে বলেন, তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলায় তার বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার আমলে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আবারও নির্বাচন নিয়ে কথা বলায় অশুভচক্র অপপ্রচার ও প্রপাগাণ্ডা চালাচ্ছে। আমাদের প্রানপ্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক যার প্রতীক্ষায় বসে আছে বাংলাদেশের ১৭ কোটি জনগন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন সেই তারেক রহমানকে নিয়ে কুটক্তি সেটা কিন্তু বাংলাদেশের জনগন শহীর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক তথা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিকেরা মেনে নিবে না।

দেশকে নিয়ে ষড়যন্ত্রের হাওয়া বইছে উল্লেখ করে সানি আরো বলেন, পাশর্^বর্তী একটি দেশ থেকে ষড়যন্ত্রের হাওয়া দিচ্ছে। সেই রাষ্ট্রের ইশারায় বাংলাদেশে ঘাপটি মেরে থাকা তাদের কতিপয় সহযোগীরা নব্য একটি দলকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। আপনারা গোপালগঞ্জে যে নাটক শুরু করেছেন সেই নাটক বাংলাদেশের জনগন বোঝে। আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বিএনপির বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব।

মানববন্ধনের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মোঃ স্বপন চৌধুরী। তিনি বলেন, যারা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছেন এবং দেশনায়ক তারেক রহমানকে নিয়ে যারা কুটক্তি করেছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক। তাদের উদ্দেশ্যে আমরা দ্ব্যার্থহীন কন্ঠে বলতে চাই, জাসাস অত্যন্ত সুশীল একটি সংগঠন। আমরা সামাজিক ও নীতি নৈতিকতার মাধ্যমে সংগঠন পরিচালনা করে থাকি। তবে, আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু আপনারা রাজপথে থাকতে পারবেন না।

মহানগর জাসাসের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সহ সভাপতি মিয়া মো: আব্দুল্লাহ মুজিব, আব্দুল হাই, জাহাঙ্গীর হোসেন মিজি, শাহাদাৎ হোসেন সাধু, এম এ সাত্তার ভুট্টো, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জাসাস ঢাকা মহানগর (উত্তর) শাখার সদস্য সচীব মো: সোহেল, সদর থানা জাসাসের সাধারন সম্পাদক এড. গালিব, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালী, সদস্য সচীব আকাশ প্রধান, বন্দর থানা জাসাস সভাপতি আব্দুর রউফ, সা: সম্পাদক এড. মমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্দনে অন্যন্য বক্তারা বলেন, দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তির দেশবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াবে নারায়ণগঞ্জ মহানগর জাসাস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট