1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনার মহান উদ্দেশ্যে কাজ করছে– সালমা আক্তার  মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য, কিশোর গ্যাংয়ের উত্থান ও অপরাধ বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রধান করেন : মো. নাজমুল হাসান বাবু    শহীদনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু  সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। ডেঙ্গু প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ হই ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি : মাসুদুজ্জামান মাসুদ  জনপ্রতিনিধি নন কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগে রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাথে ছিলেন তাদের সহধর্মী রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বৃষ্টিতে ভিজে সোনারগাঁয়ে পূজা মণ্ডপ পরিদর্শন সহ আনন্দ উৎসবের অংশীদার হলেন ডিসি-এসপি, কুমারী পূজায় আবু জাফর আহমেদ বাবুল’র পক্ষ থেকে বিশুদ্ধ পানি বিতরণ 

নারায়ণগঞ্জে,বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত: পাঁচ আসনেই মনোনয়ন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিস ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) দলের আমীর আল্লামা মামুনুল হক এই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনেই দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে ইসলামী দলটি। প্রত্যেকেই নির্বাচনে অংশ নেবেন রিক্সা প্রতীকে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)

এই আসনে প্রার্থী হয়েছেন মাওলানা আব্দুল কাইয়ূম মাদনী। তিনি তারাবো বিশ্বরোডে অবস্থিত জামিয়া ক্বাওমিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস। একইসাথে রূপগঞ্জ থানার খেলাফত মজলিস সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)

এ আসনের রিক্সা প্রতীকের মনোনয়ন পেয়েছেন মুফতি আশরাফুল ইসলাম। তিনি কড়ইতলা মহিলা মাদ্রাসা (জামিয়া ইব্রাহিমিয়া মাহমুদিয়া লিলবানাত)-এর মুহতামিম এবং নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও)

সোনারগাঁও থেকে মনোনয়ন পেয়েছেন মাওলানা শাহজাহান শিবলী। তিনি একাধারে হেফাজতে ইসলাম সোনারগাঁওয়ের অর্থ সম্পাদক, উলামা পরিষদ সোনারগাঁওয়ের সভাপতি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)

এই আসনে খেলাফত মজলিস মনোনয়ন দিয়েছে হাফেজ মাওলানা আবু সাঈদকে। তিনি জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হেফাজতে ইসলামের মহানগর সহ-সভাপতি এবং আহবাবুল হুফফাজ ফাউন্ডেশনের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর)

সদর-বন্দর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ডা. আল-আমিন রাকিব। তিনি খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক, হেফাজতের সহকারী আইন বিষয়ক সম্পাদক ও পল্লী চিকিৎসক সমিতির জেলার সহ-সাংগঠনিক সম্পাদক।

মনোনয়ন ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনী মাঠ দখলে রাখতে। পোস্টার, ফেস্টুন, লিফলেট, নির্বাচনী প্রচারণা ও শোডাউনের মাধ্যমে সংগঠনটি মাঠ পর্যায়ে শক্ত অবস্থান গড়ার উদ্যোগ নিয়েছে।

দলীয় সূত্র বলছে, প্রতিটি আসনে স্থানীয়ভাবে সক্রিয়, জনসম্পৃক্ত ও পরীক্ষিত নেতাদেরই মনোনয়ন দেয়া হয়েছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে প্রার্থীতালিকা। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই রিক্সা প্রতীককে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ খেলাফত মজলিস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট