
নারায়ণগঞ্জ কথা ডট কম : গত বছর জুলাই গণঅভ্যুথান ও উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের জন্য মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ হোসিয়ারী সমিতি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই২০২৫ ইং) বাদ আসর বাংলাদেশ হোসিয়ারী সমিতি’র মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু এর সভাপতিত্বে।

এ সময় বক্তব্যে বাংলাদেশ হোসিয়ারী সমিতি’র সভাপতি বদিউজ্জামান বদু বলেন, ছোট ছোট সোনামনিদের জন্য দোয়া ছাড়া কিছু বলার নেই। দুর্ঘটনায় যেভাবে আমাদের সন্তানরা দগ্ধ হয়ে মারা গেছে, আমাদের সকল বাবা-মার বুক ফেটে গেছে। মহান আল্লাহর কাছে এই সোনামনিদের জন্য দোয়া চাই, সকলকে জান্নাতের সর্বোচ্চস্থান দান করুক আমিন। এদিকে গত বছর শেখ হাসিনা সরকার জুলাইয়ে যেভাবে পাখির মত গুলি করে হাজারো শিক্ষার্থী-জনতাকে হত্যা করেছে, সেই সকল হতাহতদের জন্য দোয়া চাই। যারা দগ্ধ ও আহত হয়ে এখনো হাসপাতালে রয়েছে তাদের পাশে আমরা হোসিয়ারি সমিতি আছি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, সাঈদ আহমেদ স্বপ্ন, মো. দুলাল মল্লিক, পরিচালক মো আবদুল হাই, মো. পারভেজ মল্লিক, হাজী মো. শাহীন হোসেন, মো. আতাউর রহমান, মনির হোসেন, মো মাসুদুর রহমান, বৌদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু, মো. নাছির শেখ, আবদুস সোবহান তালুকদার ও নাছিম আহমেদ সহ নেতৃবৃন্দ প্রমুখ।