নারায়ণগঞ্জ কথা ডট কম : টানবাজার হরিজন সিটি কলোনীর মহল্লাবাসী উদ্যোগে শ্রীশ্রী শিব রাম কৃষ্ণ মন্দিরের শ্রাবণ মাস উপলক্ষে এক মাস ব্যাপী আমিষ গ্রহন ও শ্রী শ্রী শিব রাম কৃষ্ণ মন্দির রক্ষায় মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় প্রশাসক মহোদয়ের নিকট মহল্লাবাসীর আবেদন মন্দিরের জায়গায় মন্দির রেখে আমাদের বহুতল ভবন নির্মান করার অনুরোধ করে।
শনিবার (৯ ইং আগস্ট ২০২৫) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ টানবাজার হরিজন সিটি কলোনীর শ্রীশ্রী শিব রাম কৃষ্ণ মন্দির এর সামনে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শ্রীশ্রী শিব রাম কৃষ্ণ মন্দির কমিটির সভাপতি কামাল দাস ও সঞ্চালনায় করেন হরিজন সমাজ সেবা সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মামুন চন্দ্র দাস ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
প্রধান অতিথির বক্তব্যে শিখন সরকার শিপন বলেন,শ্রীশ্রী শিব রাম কৃষ্ণ মন্দিরের শ্রাবণ মাস উপলক্ষে এক মাস ব্যাপী আমিষ গ্রহন অনুষ্ঠানে কমিটির ও এলাকাবাসী সকলকে জানাই আমি ধন্যবাদ । আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম সিটি কর্পোরেশনের কাম চলাকালীন কিছু নকশার পরিবর্তন করা হয়েছে, এখানে সকলের দাবি যাতে করে মন্দিরটা ভাঙ্গা না হয়। আমি চাই এ বিষয়ে আপনারা সকলে সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করেন,এমন কোন কাজ করবেন না যেটা নিয়ে হরো যোগ্যতার সৃষ্টি হবে।প্রয়োজন হলে আমি আপনাদের সাথে যাবো। আমরা ঊর্ধ্বত কর্মকর্তাদের সাথে বসে কথা বলে মন্দিরের বিষয় সমাধান বের করবো।
এ সময় আর উপস্থিত ছিলেন,শ্রীশ্রী শিব রাম কৃষ্ণ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন দাস, সহ-সভাপতি মাসুম দাস, গোবিন্দ দাস, প্রীতম দাস, ও ভোলা দাস, সহ মহল্লাবাসী।
টানবাজার হরিজন সিটি কলোনীর ঐতিহ্যবাহী উপাসনালয় শ্রীশ্রী শিব রাম কৃষ্ণ মন্দির রক্ষায় মাননীয় প্রশাসক মহোদয়ের নিকট মহল্লাবাসীর আবেদন মন্দিরের জায়গায় মন্দির রেখে আমাদের বহুতল ভবন নির্মান করার অনুরোধ করেছেন মহল্লাবাসী।