ফতুল্লা প্রতিনিধি মোঃ রবিন : নারায়ণগঞ্জ ফতুল্লা থানা ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করায় জুয়েল আরমান আহবায়ক ও সুমন আহম্মেদ সদস্য সচিব এর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ডঃ শাহীন মিয়া ও সদস্য সচিব মোঃ আলম মিয়াকে ধন্যবাদ জানিয়েছেন এবং দেশবাসী সকলের কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন।
শনিবার ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ডঃ শাহীন মিয়া ও সদস্য সচিব মোঃ আলম মিয়া স্বাক্ষরকৃত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি ঘোষণাপত্র দেওয়া হয়।
ফতুল্লা থানা ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে
মোঃ জুয়েল আরমান আহ্বায়ক,মোঃ ইব্রাহিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক,সোহেল মিয়া যুগ্ম আহ্বায়ক,নাসির প্রধান যুগ্ম আহ্বায়ক, মিজান আহম্মেদ (কুতুবপুর)যুগ্ম আহ্বায়ক,মোঃ ইদ্রিস আলী যুগ্ম আহ্বায়ক,বিল্লাল হোসেন আশিক যুগ্ম আহ্বায়ক,জহিরুল ইসলাম রবিন যুগ্ম আহ্বায়ক,মোঃ মিজান (ফতুল্লা) যুগ্ম আহ্বায়ক,মোঃ শাকিল গাজী যুগ্ম আহ্বায়ক,মারুফ আহম্মেদ যুগ্ম আহ্বায়ক,আব্দুল কাদির যুগ্ম আহ্বায়ক,মোঃ দিদার হোসেন যুগ্ম আহ্বায়ক,আমিনুল ইসলাম যুগ্ম আহ্বায়ক,
সুমন আহম্মেদ সদস্য সচিব,শাহাদাত চৌধুরী সদস্য আহম্মেদ আলী রনি সদস্য,সোহেল রানা সদস্য,রেমন রাজিব সদস্য,মোঃ সজল হোসেন সদস্য,সাগর বসাক সদস্য।