বন্দর প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিমা তৈরির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং যেকোনো প্রতিবন্ধকতা দূরীকরণে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি পূজামণ্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন এবং দর্শনার্থীরা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উপভোগ করতে পারেন সে বিষয়ে পূজা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের এই পরিদর্শনে মন্দির কমিটি সন্তোষ প্রকাশ করে কমিটির সদস্যরা জানিয়েছেন, তার উপস্থিতি ও সহযোগিতা পূজার সুষ্ঠু আয়োজনে তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
মন্দির কমিটি জানায়, প্রতি বছরই এখানে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। বিশেষ করে অষ্টমীর দিনে প্রচুর ভিড় হয়। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করা তাদের প্রধান লক্ষ্য। জেলা প্রশাসকের এই পরিদর্শন ও সহযোগিতার আশ্বাস তাদের এই লক্ষ্য পূরণে সাহায্য করবে বলে তারা আশা করছেন।
এ সময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।