1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে ‘মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ’র নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন  না’গঞ্জে ইন্টার্নি চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ- ডাক্তারকে মারধর নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার বন্দরে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন ডিসি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’র শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ফতুল্লা থানা ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন  জুয়েল আরমান আহবায়ক ও সুমন আহম্মেদ সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন : মোহাম্মদ জসীম উদ্দিন জামিন পেয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমান সহ ১৬ জন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হানিফ সরদার এর নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান

না’গঞ্জে ইন্টার্নি চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ- ডাক্তারকে মারধর

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বিক্ষুব্ধ স্বজনরা ইন্টার্নি চিকিৎসকে গণধোলাইয় দেয়ার মত অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার সময় এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় বুকে ব্যাথা সমস্যা নিয়ে তার স্বজনরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এরপর সেই রোগীকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা সেবা দেওয়ার জায়গায় এমবিবিএস নয় এমনই একজন ইন্টার্নি চিকিৎসক নূরনবী নামের ভূয়া ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। ঐ চিকিৎসক প্রথমে তাকে ইসিজি পরীক্ষা করে এবং ব্যাথানাশক এবং গ্যাস্টিকের দুটি ইনজেকশন পুশআপ করে। অথচ রোগীর আসল সমস্যা হয় হাট এটাক বা স্টোক জনিত কারন। বেলা ১টার দিকে উক্ত রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঐ ইন্টার্নি চিকিৎসক (ভূয়া ডাক্তার) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। নিহতের স্বজনরা এ্যামবুলেন্সে করে চাষাড়াস্থ ইসলাম হাট সেন্টারে নিয়ে পরীক্ষা করলে কর্তব্যরত চিকিৎসক জানায় রোগী মৃত্যু বহুপূর্বে ঘটেছে।

মৃত ঐ ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন মদনগঞ্জ লক্ষারচর উত্তর পাড়া নিবাসী ইট, বালু ব্যবসায়ী মো. মিল্লাত মিয়া (৬০)।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, আমাদের রোগীকে ভূয়া ডাক্তার ভুল চিকিৎসা দিয়ে হত্যা করেছে। কেন ইমারজেন্সি একজন রোগীকে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করলো না। আর তার জায়গায় কেন একজন এমবিবিএস নয় এমন ব্যক্তি চিকিৎসা প্রদান করেন। আমাদের রোগীর মত আরও কেউ যেন এরূপ ভুল চিকিৎসায় মারা না যায়।

এ বিষয়ে অভিযুক্ত ইন্টার্নি চিকিৎসক নূর নবী বলেন, আমি রোগীকে কোমড়ের ব্যাথার এবং গ্যাস্টিকের দুটি ইনজেকশন পুশআপ করি। এরপর ইসিজি পরীক্ষা করে রোগীর অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করি। প্রতি পথে তিনি মারা যায়। এরপর নিহতের স্বজনরা অন্যায় ভাবে আমাকে মারধর করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, আমি ঐ বিষয়ে কিছু জানি না। তখন ডাক্তার হিসেবে দায়িত্বে ছিলেন, ডাক্তার মো. নাজমুল হোসেন বিপুল। ইন্টার্নি চিকিৎসক নূর নবী তার সহকারী চিকিৎসক। ইন্টার্নি চিকিৎসক দ্বারা রোগীর সেবা প্রদান প্রসঙ্গে ডা. সাবিনা ইয়াসমিনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, এটা তার ভুল হয়েছে আর তিনি কোন প্রকার রোগী দেখে তার যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে পারে না।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব পোষণ লক্ষ করা যায়। নাগরিক সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন সচেতন নারায়ণগঞ্জবাসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট