1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সরকার সেই ব্যবস্থা গ্রহন করেছে : জাহাঙ্গীর আলম চৌধুরী না’গঞ্জে ‘মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ’র নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন  না’গঞ্জে ইন্টার্নি চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ- ডাক্তারকে মারধর নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার বন্দরে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন ডিসি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’র শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ফতুল্লা থানা ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন  জুয়েল আরমান আহবায়ক ও সুমন আহম্মেদ সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন : মোহাম্মদ জসীম উদ্দিন জামিন পেয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমান সহ ১৬ জন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী

শারদীয় দূর্গোৎসব যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সরকার সেই ব্যবস্থা গ্রহন করেছে : জাহাঙ্গীর আলম চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : এবারের দুর্গাপূজা খুবই উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশে ৩৩ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আশি হাজার স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবে। তাই কোথাও নিরাপত্তা ঝুঁকির কোন আশংকা নেই মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে সোমবার ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ রামকৃষ্ণ মিশন আশ্রম পূজা মন্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শারদীয় দূর্গোৎসব যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সরকার সেই ব্যবস্থা গ্রহন করেছে। সে লক্ষ্যে দেশের সবগুলো পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রতিমা নির্মাণের শুরু থেকেই প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তাদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপ সার্বক্ষণিক সিসি টিভির ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। তাই কোথাও নিরাপত্তার কোন আশংকা বা ঝুঁকি নেই।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, পূজারি ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন তার জন্য মণ্ডপ ঘিরে কোন জনসমাগম করতে দেয়া হবে না। বিগত বছরগুলোর মতো পূজা মণ্ডপের আশপাশে কোন মেলা বসতে পারবে না। তবে কিছু দোকান বসতে পারবে। পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দোকান গুলো পরিচালিত হবে। তবে পূজা মণ্ডপে ধর্মীয় পবিত্রতা রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশগ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন, র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, বিজিবি ৬২ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকত কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজি মহারাজ, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা সহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট