1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আমার হাত শক্তিশালী হলে, তারেক রহমানের হাত শক্তিশালী হবে: মনির কাসেমী  গণপিটুনিতে নিহত রায়হানের ভাই ফয়সাল গং’দের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ খালেদা জিয়ার মৃত্যু সপ্তম দিনে কেন্দ্র ঘোষিত শোক শ্রদ্ধা জ্ঞাপন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়ার আয়োজন অসুস্থ সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচির খোঁজ নিতে বাসায় গেলেন জামায়াত নেতৃবৃন্দ আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল ইন্তেকাল করিয়াছেন ( ইন্না লিল্লাহি……রাজেউন) না.গঞ্জের সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি ওমরা থেকে ফিরে গুরুতর অসুস্থ দেশবাসী সকলের কাছে দোয়া কামনা নারায়ণগঞ্জের রাসেল গার্মেন্টেসে চলমান শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও প্রশাসনের সমন্বয়ে এক সভার আয়োজন করে বিকেএমইএ।  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদ আলীর উদ্যোগে কোরআন খতম ও দোয়া নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের নেতৃত্বে মহানগর বিএনপি’র উদ্যোগে শহরে প্রতিবাদ সভা ওমিছিল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এর উদ্যোগে দোয়া

রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : সারাদেশে ৩৫ হাজার পূজামণ্ডপের অন্তত ৪৯টিতে নাশকতার চেষ্টা হয়েছিল। যা কঠোরভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানের।

কিছু ‘বিচ্ছিন্ন’ ঘটনা ছাড়া দুর্গোৎসব ভালোভাবেই হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার মণ্ডপে মধ্যে ৪৯টি মণ্ডপে কিছু নাশকতাকারী, কিছু কাপুরুষ ও অসুস্থ মন মানসিকতার কিছু লোক বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছে।

“আমরা সে বিষয়ে প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছি এবং এ পর্যন্ত ১৯ জনেরও বেশি নাশকতাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”

বুধবার ১ অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শহিদুর রহমান বলেন, “এটি সম্প্রীতির বাংলাদেশ। এদেশ সকল ধর্মের লোকের, নির্দিষ্ট কোনো ধর্মের লোকের জন্য নয়। ১৮ কোটি মানুষের দেশ এটি। এদেশে যে ধর্ম-বর্ণের হোন না কেন, আমরা সবাই সমান অধিকার নিয়ে প্রতিটি ধর্মের অনুষ্ঠানগুলো পালন করবে এবং একে-অপরের সহায়তা করব।

“এখানে বাধা দেওয়ার ও বিঘ্ন ঘটানোর কোনো প্রশ্ন আসে না। যারা বাধা দেয় ও বিঘ্ন ঘটায় তারা আইন ভঙ্গ করে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।”

তিনি বলেন, দুর্গাপূজা সফলভাবে আয়োজন করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর থেকে একটি প্রচেষ্টা ছিল। বিজয়া দশমীর মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হবে।

র‌্যাব মহাপরিচালক বলেন, “আগামীতে আরও ভালোভাবে উৎসবগুলো পালন করতে সক্ষম হব। সেই প্রচেষ্টা এখন থেকেই করছি। কারণ আমরা কোনোভাবেই নাশকতাকারী ও দুষ্কৃতিকারীদের স্থান দিব না। আমাদের যে, ভালোবাসার সম্পর্ক এটি যেন অটুট থাকে।

“তবে সব থেকে ভালো হতো যদি এ পূজা, মুসলিমদের ঈদ জামাত ও খ্রিস্টানদের বড়দিনের অনুষ্ঠানগুলো স্বতঃস্ফূর্তভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছাড়া করতে পারতাম। সেদিন হবে প্রকৃত আনন্দ।”

ভবিষ্যতে সবধরনের উৎসব কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পালনের প্রত্যাশার কথা জানান র‌্যাবের এ মহাপরিচালক।

এ সময় র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট