1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। ডেঙ্গু প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ হই ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি : মাসুদুজ্জামান মাসুদ  জনপ্রতিনিধি নন কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগে রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাথে ছিলেন তাদের সহধর্মী রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বৃষ্টিতে ভিজে সোনারগাঁয়ে পূজা মণ্ডপ পরিদর্শন সহ আনন্দ উৎসবের অংশীদার হলেন ডিসি-এসপি, কুমারী পূজায় আবু জাফর আহমেদ বাবুল’র পক্ষ থেকে বিশুদ্ধ পানি বিতরণ  শীতলক্ষ্যা সার্বজনীন ও তামাকপট্টি সর্বজনীন শারদীয় দুর্গাপূজার পরিদর্শন ও উপহার বিতরণ করেন : জাকির খান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর মডেল থানার জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আলম চাঁনসহ ২৪ জন আটক

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : আগামী ১০ অক্টোবর ২০২৫ইং বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর উদ্যোগে আয়োজিত গণ সমাবেশ সফল করার লক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৮ অক্টোবর ২০২৫ইং) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহানগর সহ-সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহর সঞ্চালনায় সভার শুরুতে গণ সমাবেশের সার্বিক দিক তুলে ধরেন মহানগর সভাপতি মাওলানা মামূনুর রশীদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা, মানুষের মৌলিক অধিকার রক্ষায় শুধু ব্যর্থই নয়, জনদুর্ভোগ এবং জুলুমেরও কারণ।

এই বাস্তবতায় দীর্ঘ নিপীড়নের পথ মারিয়ে বহু জীবন ও রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজন আমূল পরিবর্তন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত।
এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে, জুলাই সনদ বাস্তবায়ন,
শাপলা চত্বরে গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আগামী ১০ অক্টোবর ২০২৫ইং শুক্রবার, বিকাল তিনটায় নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডি.আই.টি চত্বরে গণ সমাবেশের ডাক দিয়েছে।

উক্ত গণ সমাবেশে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সময়ের দিকপাল আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। আরো বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদসহ জাতীয় নেতৃবৃন্দ। আমরা বিশ্বাস করি, এই গণ সমাবেশটি হবে নারায়ণগঞ্জবাসীর জন্য এক আলোড়ন সৃষ্টিকারী সমাবেশ। যা তাদের ভাগ্য পরিবর্তনে বিরাট ভূমিকা রাখবে।”

সাংবাদিকদের উদ্দেশ্য মাওলানা মামূনুর রশীদ বলেন, “আপনারা হলেন সময়ের দর্পণ। আমরা আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে উদাত্ত আহবান করছি- ১০ তারিখের গণ সমাবেশকে সফল করার জন্য দলমত নির্বিশেষে সকলেই যোগদান করবেন।”

মতবিনিময় সভার প্রশ্নোত্তর পর্বে আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস কোনো জোটে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাওলানা মামূনুর রশীদ বলেন, “আমাদের আমীরে মজলিস ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিস এখনো এককভাবে নির্বাচন করার জন্য কাজ করে যাচ্ছে। কোনো জোটের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত হলে, আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে।”

পি. আর সম্পর্কে দলটির অবস্থান জানতে চাইলে, মাওলানা মামূনুর রশীদ বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস উচ্চ কক্ষে পি.আর পদ্ধতির দাবি জানিয়েছে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সহ-সভাপতি মুহা. নুরে আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, যুব মজলিস সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মদ সোলাইমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট