নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ সিটি ১৮ নং ওয়ার্ডের শহীদনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।শুক্রবার বাদ জুম্মা শহীদ নগর এলাকার তার জানাজা নামাজ পড়ানো হবে।
নিহত আব্দুল্লাহ শহীদ নগর এলাকার মৃত কান্দন মিয়ার একমাত্র ছেলে। পেশায় তিনি একজন ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ডিপিসি’র শ্রমিকরা আইভি সড়কের পরিত্যক্ত বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করছিল। এতে ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত তারও সরানো হয়। ফলে এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে সন্ধ্যায় ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করার জন্য আব্দুল্লাহ নিজ বাসায় ইন্টারনেট মেশিনে সংযোগের কাজ করছিলেন। এ সময় তিনি মেশিনে আইপিএসের লাইন যুক্ত করতে গেলে হঠাৎ বিদ্যুতায়িত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আব্দুল্লাহ ছিলেন পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে পরিবারটি এখন নিদারুণ শোকে স্তব্ধ।