
ফতুল্লা প্রতিনিধি মোঃ রবিন :ফতুল্লা এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য, কিশোর গ্যাংয়ের উত্থান ও অপরাধ বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হাসান বাবু।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ফতুল্লা থানা এলাকাজুড়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মাদকের বিস্তার। মাদকের কারণে এলাকাবাসী এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। যুবসমাজ কিশোররা জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন ও চাঁদাবাজির মতো অপরাধে।
তবে কিছুদিন আগে শিবু মার্কেট এলাকার শফিকুল, ইসলাম নামে একজন ফতুল্লা মডেল থানায় বাদিহয়ে নাজমুল হাসান
বাবুর নামে একটি অভিযোগ দেয়ের করেন সেখানে বলা হয়েছে তার সাথে আরো কয়েকজন বিভিন্নভাবে তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে।
শফিকুল ইসলাম এর করা অভিযোগ কে ভিত্তিহীন বলে এলাকাবাসীর সহ নাজমুল হাসান বাবু আজ সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন।
“ফতুল্লার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাদক বিক্রেতারা সিন্ডিকেট গড়ে তুলেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলামেলা চলে মাদকের বেচাকেনা।
নাজমুল হাসান বাবু অভিযোগে নির্দিষ্টভাবে তিনি দাবি করেন, স্থানীয়ভাবে কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এ কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতেও ভয় পাচ্ছেন।
এদিকে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, দ্রুত অভিযান চালিয়ে ফতুল্লাকে মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের।