
নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জের রাসেল গার্মেন্টেসে চলমান শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও প্রশাসনের সমন্বয়ে এক সভার আয়োজন করে বিকেএমইএ।
আজ (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেএমইএ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
সভায় মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরা পরিস্থিতির বিরবন, বর্তমান অবস্থা, তাদের মতামত ও দাবি তুলে ধরেন।
উপস্থিত সকল পক্ষের ফলপ্রসু আলোচনার ভিত্তিতে আগামীকাল থেকে রাসেল গার্মেন্টসের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
যেকেনো ধরনের আলোচনার জন্য বিকেএমইএ দরজা সব সময় খোলা উল্লেখ করে বিকেএমইএ সভাপতি বলেন, সমস্যা সমাধানের জন্য সকল পক্ষের সহিষ্ণুতা, সহানুভূতি ও যৌক্তিক আলোচনার মানসিকতা প্রয়োজন। আজকের এই সভা সে রকম একটা উদ্যোগেরই উদাহরণ হয়ে থাকবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের এডিশনাল এসপি তারেক মেহেদী, শিল্প পুলিশের সিনিয়র এএসপি অনিক চৌধুরী, এসি ল্যান্ড আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ সদর থানার ওসি মো. হানিফ, কলকারখানা পরিদর্শক রবিন হোসেন, শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল ও কারখানার শ্রমিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বিকেএমইএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশিকুর রহমান, পরিচালক রতন কুমার সাহা, মামুনুর রশিদ।