স্টাফ রিপোর্টার: ফতুল্লা থানাধীন নাগবাড়ি এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী রায়হানের মৃত্যুতে এলাকায় স্বস্তির নিশ্বাস ফেললেও তার ভাই সন্ত্রাসী ফরহাদ, ফয়সাল ও রানা'কে গ্রেফতার করে অবিলম্বে ফাঁসির দাবি জানান এলাকাবাসী।
সোমবার (১২ই জানুয়ারী) বিকেলে এলাকাবাসীর ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ মিছিলটি কাশীপুর ইউনিয়নের নাগবাড়ী মোড় থেকে শুরু করে মোঃ আলির পাঁচ তলা হয়ে তাঁতীপাড়া এলাকা প্রদক্ষিণ করে নাগবাড়ী ডিএসএস ক্লাব মাঠের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, বিল্লাল ড্রাইভারের চার কুলাঙ্গার সন্তান ফরহাদ, ফয়সাল ও রানার বিরুদ্ধে এলাকায় অপু ও হুমায়ুন হত্যা সহ সন্ত্রাসী, চাঁদাবাজী, ধর্ষণ ও মাদক ব্যবসা সহ অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সন্ত্রাসী ফয়সালের নেতৃত্বে ফরহাদ গংদের ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী নাগবাড়ী, তাঁতীপাড়া, ছোনখোলা, বেপারীপাড়া, হাসেমবাগ ও পানির ট্যাংকি এলাকায় এসকল অপকর্ম করে বেড়াচ্ছে।
এলাকাবাসী আরও জানান, সন্ত্রাসী ফয়সাল, ফরহাদ ও রানা গং'দের কারণে স্কুল কলেজে আশা যাওয়া বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। তাদের বিরুদ্ধে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগও পাওয়া যায়। নাগবাড়ী এলাকাবাসী সহ সর্বস্তরের জনগণের দাবী এসকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে তাদের দ্রুত ফাঁসি কার্যকর করা হোক।
নাম প্রকাশের অনিচ্ছুক এলাকার কয়েকজন ব্যক্তি জানান, এলাকাবাসী তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায়না। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সবাই। হত্যা, সন্ত্রাসী, চাঁদাবাজী, ধর্ষণ ও মাদক ব্যবসা সহ তাদের বিরুদ্ধে শিক্ষার্থী ও গার্মেন্টস কর্মী সহ অসংখ্য মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে। এই অত্যাচারী পরিবারের হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সেইসাথে তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১লা জানুয়ারী হত্যা, সন্ত্রাসী, চাঁদাবাজী, ধর্ষণ ও মাদক ব্যবসায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর গণপিটুনিতে রায়হান নিহত হয়।