নারায়ণগঞ্জ কথা ডট কম : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের সাবেক প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি নারায়ণগঞ্জ মহানগর শাখা’র উদ্যোগে দোয়াা মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার ( ১৯ জানুয়ারী ২০২৬) বিকেলে নারায়নগঞ্জ শহরে বাংলাদেশ হোসিয়ারী সমিতি এসোসিয়েশন কমিউনিটি সেন্টারে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান আহবায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এর ও সঞ্চালনায় এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউছার আশা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান প্রমুখ।