
স্টাফ রিপোর্টার: ‘চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে’ এই শ্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে নারায়ণগঞ্জ সম্মিলিত সাংবাদিক ফোরাম এর উদ্যোগে মেঘনা নদীতে হয়ে গেল ফ্যামেলী ডে নৌ বিহার-২০২৬ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (১৬ই জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ভিআইপি লঞ্চ টার্মিনাল ঘাট থেকে নৌ যাত্রাটি শুরু হলে মেঘনা ঘুরে এসে সন্ধ্যা ৭টায় শেষ হয়।
এসময় নৌ-বিহারের র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য মনজুর আহমেদ প্রমুখ।
আয়োজক কমিটির আহবায়ক ও দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শাহআলম তালুকদারের নেতৃত্বে সদস্য সচিব হিসেবে ছিলেন, প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক মাসুদুর রহমন দিপু, সার্বিক পরিচালনায় ছিলেন, সাজ্জাদ আহমেদ খোকন, যুগ্ম আহবায়ক এস এম নাসের, আনোয়ারুল হক, হাফিজুর রহমান তালুকদার, নজরুল ইসলাম নয়ন ও জালাল উদ্দিন মিন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক দিন প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক সালেহ আহমেদ ও নড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রুদ্রকন্ঠ পত্রিকার ষ্টাফ আর এম হাফিজ উদ্দিন দেলোয়ার সহ নারায়ণগঞ্জের সাংবাদিক, সাংবাদিক পরিবার ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
দিনব্যাপী এ নৌ-বিহার অনুষ্ঠান আয়োজনের প্রথম অধিবেশনে পবিত্র কুরআন থেকে তেলোয়াত পাঠ করেন জুনায়েত হোসেন তালুকদার। চমৎকার এ আয়োজনে দেশাত্মবোধক গানের মাধ্যমে সংগীতের আসর উদ্বোধন করা হয়। জাহাজে বিভিন্ন শিল্পীদের গান পরিবেশনে মেঘনা নদীর মাঝে ভ্রমণকারীরা এক অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি আনন্দে মেতে ওঠেন।
পরে উম্মুক্ত প্রতিযোতিায় নাচ, গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। এসময় বিচারক হিসেবে ছিলেন, সাংবাদিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টু, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, কবি ও সাংবাদিক জহিরুল হক বিদ্যুৎ প্রমুখ।
দুপুরে মধ্যাহ্ন ভোজের পরে র্যাফেল ড্র অনুষ্ঠানে ১ম পুরস্কার একটি ফ্রিজ ও ২য় পুরস্কার একটি ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন ও ৩য় পুরস্কার ১টি এন্ড্রয়েড মোবাইল সহ মোট ৫৭টি পুরস্কার এসময় বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।